আন্তর্জাতিকবিবিধ

জার্মান অভিধানে ‘ইনশাআল্লাহ’ যুক্ত

‘ইনশাআল্লাহ’ একটি আরবি শব্দ। এর অর্থ ‘আল্লাহ যদি চান’। মুসলমানরা কোনো কাজ ভবিষ্যতে করতে চাইলে এই শব্দ ব্যবহার করে থাকেন। এবার শব্দটি জার্মান ভাষার অভিধানে যুক্ত করা হলো।

জার্মান ভাষার অভিধানটির নাম ‘ডুডেন’। এর ওয়েবসাইটে গিয়ে ইংরেজিতে Inshallah লিখে সার্চ করলে ‘inschallah’ লেখা আসে। যার অর্থে লেখা আছে, ‘wenn Allah will’। এর মানে ‘আল্লাহ যদি চান।’

তবে ডুডেন অভিধানের প্রিন্ট সংস্করণে ‘ইনশাল্লাহ’ শব্দটি ছাপা হবে কিনা তা নিয়ে এখনও কর্তৃপক্ষ কোনো কিছু বলেনি।

জার্মান ভাষার অভিধান ডুডেন ১৮৮০ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। এটি প্রথম প্রকাশ করেন কনরাড ডুডেন। প্রতি চার বা পাঁচ বছর পর পর ডুডেন নতুনভাবে সংস্করণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − five =

Back to top button