জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খালেদা জিয়াঃ মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘শোচনীয়’।খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এ অবস্থায় উনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো খুবই জরুরি। সরকারের প্রতি বারবার এই আহ্বান জানিয়ে আসছি আমরা।
আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।
জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভাটির আয়োজন করে বিএনপি। বক্তব্য দিতে গিয়ে সরকারের উদ্দেশে ফখরুল বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টির সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলবেন না।
ফখরুল বলেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু উনার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। অসুখটা খুব খারাপ অবস্থায় পৌঁছে গেছে। চিকিৎসকরাও বারবার তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
সবশেষ গত ১৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এন্ডোসকপি করার কারণে শারীরিক অবস্থার আরও অবনতি হলে কয়েক ঘণ্টার ব্যবধানে স্থানান্তর করা হয় করোনারি কেয়ার ইউনিট তথা সিসিইউতে।
এর আগে গত ১২ অক্টোবর টানা জ্বরের কারণে খালেদা জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর ২৫ অক্টোবর তার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। বায়োপসি পরীক্ষা করে তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয় স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য। এরপর টানা প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৭ নভেম্বর হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়।
গত এপ্রিল মাসে কোভিড-১৯ আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথমে বাসায় চিকিৎসা নিলেও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গত ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ৫২ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন বাসায় ফেরেন তিনি।