আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার নাজিব তারাকাই আজ (৬ অক্টোবর) মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ হার মানলেন ২৯ বছর বয়সী এই আফগান ক্রিকেটার।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। টুইটে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) লিখেছে, ‘এসিবি এবং ক্রিকেট পাগল আফগানরা আজ শোকাহত, জাতীয় দলের আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং দারুণ এক মানুষ নাজিব তারাকাই (২৯) গাড়ি দুর্ঘটনায় আমাদের শোক এবং হতাশায় ভাসিয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তার প্রতি ক্ষমাশীল হোন।’
গত শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন নাজিব। মুদি দোকান থেকে বাজার শেষে ঘরে ফেরার পথে একটি প্রাইভেটকারের সঙ্গে দুর্ঘটনার শিকার হোন এই ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারের চিকিৎসার ব্যবস্থা করে। তাকে আইসিইউতেও রাখা হয়। প্রয়োজনে দেশের বাইরে পাঠানোরও উদ্যোগ নেয় দেশটির ক্রিকেট বোর্ড।
তবে মৃত্যুর সঙ্গে তিনদিন পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত বিদায় নিয়েছেন এই ক্রিকেটার।
২০১৪ সালে বাংলাদেশে টি-২০ বিশ্বকাপে আন্তর্জাতিক অভিষেক হয় নাজিবের। আফগানিস্তানের হয়ে ১২টি আন্তর্জাতিক টি-২০ ও ১টি ওয়ান ডে খেলেন তিনি। ২০১৭ সালের মার্চে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারের সর্বোচ্চ ৯০ রানের ব্যাক্তিগত ইনিংস খেলেন তারাকাই।
নাজিব কেরিয়ারের একমাত্র ওয়ান ডে ম্যাচ খেলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। গতবছর সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে তিনি শেষবার আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন।