Lead Newsআন্তর্জাতিক

জুমার খুতবায় ঐক্যের আহ্বান তালেবানের

আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয়ার পর প্রথম জুমার নামাজের খুতবায় ঐক্যের তাগিদ দিতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।

কাবুলসহ কয়েকটি শহরে বৃহস্পতিবার বিরোধীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় আসাদাবাদ শহরে গতকাল সমবেত জনতার ওপর গুলি চালায় তালেবান। এতে কয়েকজন নিহত হয় বলে জানান এক প্রত্যক্ষদর্শী। আরেক প্রত্যক্ষদর্শী বলেন, কাবুলের এক সমাবেশের কাছে গুলি হয়েছে। এগুলো দৃশ্যত তালেবানের ফাঁকা গুলি।

যুক্তরাজ্যের কাছ থেকে ১৯১৯ সালে স্বাধীন হওয়া আফগানিস্তানে ১৯ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হয়।ওই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া এক ভিডিওতে দেখা যায়, একদল নারী-পুরুষের উঁচিয়ে ধরেছেন আফগানিস্তানের কালো, লাল ও সবুজ রঙের জাতীয় পতাকা। তাদের মুখে ছিল ‘আমাদের পতাকা, আমাদের পরিচয়’ স্লোগান।

অন্য কিছু বিক্ষোভে বিরোধীরা তালেবানের সাদা পতাকা ছিড়ে ফেলে বলে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এসব বিষয়ে জানতে তালেবানের কোনো মুখপাত্রকে পায়নি রয়টার্স।

গতকাল থেকে রাজধানী কাবুল মোটা দাগে শান্ত, তবে শহরটির বিমানবন্দরের ভেতরে, বাইরে ১২ জন নিহত হয়েছে বলে দাবি জানিয়েছেন আন্তর্জাতিক নিরাপত্তা জোট ন্যাটো ও তালেবান কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, কাবুল বিমানবন্দর পাহারা দিচ্ছে পাঁচ হাজার দুই শর বেশি আমেরিকান সেনা। বিমানবন্দরের একাধিক গেট খোলা রয়েছে। কূটনীতিক, বেসামরিক নাগরিক ও কিছু আফগানের উদ্ধার অভিযানের নিরাপত্তায় কাবুলের আকাশে উড়ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান।

সূত্রঃ রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 13 =

Back to top button