জ্যান্ত পুঁতে ফেলল সন্তান, ৩ দিন পর কবর থেকে বেরিয়ে এলেন মা!
খুন করার উদ্দেশেই চলাচলে অক্ষম মাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেললেন এক সন্তান। কিন্তু পুঁতে ফেলার তিনদিন পরেই কবর থেকে বেরিয়ে আসেন তিনি। তিনদিন মাটির তলায় থেকেও তার মৃত্যু হয়নি।
মাটি সরিয়ে এমন জ্যান্ত মানুষ উঠে আসতে দেখে চমকে গিয়েছিল পুলিশ। তদন্ত করতেই বেরিয়ে এলো- ছেলে মাকে খুন করতেই জ্যান্ত কবর দিয়েছিল। তবে তিনদিন মাটির তলায় থেকেও প্রাণ হারাননি মা। কোনোমতে শেষ মুহূর্তে জীবন বাঁচিয়ে বেরিয়ে এসেছেন।
সম্প্রতি চিনের শাংসি প্রদেশে ঘটে যাওয়া এমন ঘটনায় অনেকেই স্তম্ভিত হয়ে গেছেন।
অভিযুক্ত ছেলের স্ত্রী জানিয়েছেন, মাকে নিয়ে ছেলে মে মাসের ২ তারিখে হঠাৎ উধাও হয়ে যায়। তিনদিন মা বাড়িতে ফিরছেন না দেখে পুলিশকে খবর দেয়া হয়। তারপরই প্রকাশ্যে আসে এই ঘটনা। আপাতত অভিযুক্ত ছেলেকে পুলিশ আটক করেছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, মা অসুস্থ ছিলেন। তবে তার চলার ক্ষমতা ছিল না। এই পরিস্থিতিতে ছেলে চলাচলে অক্ষম মা–কে সামলাতে সামলাতে অধৈর্য হয়ে পড়েছিলেন। তাই মাকে মেরে ফেলতে চেয়েছেন। ছেলের বয়স ৫৮ এবং মায়ের বয়স ৭৮ বছর।
যদিও মায়ের প্রতি এমন ব্যবহার কী করে করলেন, তা ভেবে পাচ্ছে না এলাকাবাসী।