ভাইরালশোবিজ

জয়ার মতো দেখতে কে এই নারী? ছবি ভাইরাল

বাংলাদেশ ও কলকাতা দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। রূপালি পর্দার ন্যায় সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি।

ফেসবুক ও ইনস্টাগ্রামে ভক্তদের নিজের খোঁজখবর দিয়ে থাকেন জয়া। বেশিরভাগ ক্ষেত্রে নিজের ছবি প্রকাশ করেন।

আর তার সেসব ছবি নিয়ে হইচই পড়ে যায় ভক্তদের মাঝে। এবার সোশ্যাল মিডিয়ায় তার এমনই একটি ছবি বেশ সাড়া ফেলেছে।

সম্প্রতি জয়া আহসান তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ফটোশুটের ছবি শেয়ার করেন, যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা।

ছবিতে দেখা গেছে, জয়ার পাশে বসে রয়েছেন আরেক জয়া। অর্থাৎ হুবহু তার মতোই দেখতে ওই নারী। অনেকেই ছবিটিকে এডিট বা ক্যামেরার কারসাজি বলে এড়িয়ে যেতে বলেছেন।

তবে বেশিরভাগই বলছেন– এত নিখুঁত এডিট কি সম্ভব? তারা জানতে চাইছেন, একদম জয়ার মতোই দেখতে কে এই নারী?

জানা গেছে, ইনি আর কেউ নন, তিনি জয়ার বড় বোন। তার নাম কান্তা করিম। দুই বোনের মুখের এতটাই মিল– যে কেউ দেখে থমকে যাবেন। যমজ ভাববেন।

কান্তা করিম পেশায় অভিনেত্রী নন বলেই তাকে মিডিয়ায় দেখা যায়নি। তবে অভিনয়ে তার আগ্রহ রয়েছে বলে জানা গেছে। এমন খবরে দুই বোনকে একসঙ্গে পর্দায় দেখতে চাচ্ছেন ভক্তরা।

প্রসঙ্গত বাংলাদেশের পাশাপাশি কলকাতায় সুখ্যাতি রয়েছে জয়া আহসানের। কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল থেকে শুরু করে অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।

আবির চট্টোপাধ্যায় থেকে প্রসেনজিতের মতো বড়মাপের অভিনেতার বিপরীতেও অভিনয় করেছেন এই লাস্যময়ী বাংলাদেশি তারকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 10 =

Back to top button