BreakingLead Newsজাতীয়

ঝুঁকি নিয়ে ফিরছেন ঘরমুখো যাত্রীরা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। তাই রাতে ঢাকাফেরত যাত্রীরা ট্রলারযোগে পদ্মানদী পাড়ি দিয়ে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে ট্রাকে করে বাড়ির পথে যাত্রা করেছেন।

শনিবার ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে এসব চিত্র দেখা গেছে।

ঢাকাফেরত ট্রাকের যাত্রী শ্রমিক আব্দুর রহিম বলেন, বাড়ি ফেরার জন্য গাবতলী থেকে শুক্রবার রাত ৮টার দিকে রওনা হয়ে পাটুরিয়া ঘাটে এসে আটকে থাকি। সেখান থেকে সেহেরির পর কয়েকজন মিলে একটি ট্রলার ভাড়া করে কোনো রকম দৌলতদিয়া প্রান্তে এসে ট্রাকে উঠে দেশের বাড়ি যশোর  ঈদ করতে যাচ্ছি  বলে তিনি জানান।

বিআইডব্লিউটিসির দৌলতাদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ যুগান্তরকে বলেন, সরকার আগামী ১৬ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেছে। এর মধ্যে গত শুক্রবার  রাত ১২টার দিকে ওপরের নির্দেশ পেয়ে ফেরি চলাচল বন্ধ করে দেই। বর্তমান ফেরি চলাচল বন্ধ করা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + five =

Back to top button