এবারের আইপিএল ভালো যাচ্ছেনা ধনির দল চেন্নাই সুপার কিংসের । শুরুটা ভালো করলেও পর পর তিন ম্যাচের হার চেন্নাইকে নিয়ে গিয়েছে পয়েন্ট টেবিল এর তলানিতে ।
অপরদিকে টানা দ্বিতীয় ম্যাচ জিতল ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দারাবাদ ।
প্রথমে ব্য়াট করতে নেমে হায়দরাবাদ সংগ্রহ করে ১৬৪ রান । ১৬৫ রানের টার্গেট চেজ করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস।
এরপর চেন্নাইয়ের হাল ধরেন এমএস ধোনি ও রবীন্দ্র জাদেজা। ধীর গতিতে হলেও দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান তারা। ১৫ তম ওভারের শেষে ধোনির দলের স্কোর দাঁড়ায় ৭৯ রানে ৪ উইকেট। ১৫ ওভারের শেষে রানের গতিবেগ কিছুটা বাড়ানোর চেষ্টা করেন ধোনি ও জাদেজা। নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন তারা।
১৮ তম ওভারে নিজের অর্ধশতরানও পূরণ করেন জাদেজা। ৩৪ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। কিন্তু রানের চাপ থাকায় আরও একটি ওবার বাউন্ডারি মারতে গিয়ে আউট হন জাদেজা।
১৮ ওভার শেষে সিএসকের স্কোর দাঁড়ায় ১২১ রানে । ১৯ তম ওভারে আক্রমণাত্বক ভঙ্গিতে কিছুটা রান তোলেন ধোনি। ওভার শেষে স্কোর দাঁড়ায় ১৩৭ রানে।
শেষ পর্যন্ত ধোনি চেষ্টা করলেও জয়ের দেখা পায়নি সিএসকে। ৪৭ রানে নট আউট থাকেন ধোনি। চেন্নাইয়ের ইনিংস শেষ হয় ১৫৭ রানে। ৭ রানে ম্যাচ জিতে নেয় ডেভিড ওয়ার্নারের সানরইজার্স হায়দারাবাদ ।