Lead Newsকরোনাভাইরাসসরকার

টিভিতে বেশি বেশি বিনোদন অনুষ্ঠান চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংকটে মানুষ এখন ঘরবন্দি অবস্থায় রয়েছেন। এমন অবস্থায় তাদের মানসিক চাপ কমাতে টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করার কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ ঘরে এখন বন্দিদশায় আছেন। যার কারণে তাদের মানসিক চাপ বাড়ছে। এই সময় টিভিতে যদি বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করা হয় তাহলে তাদের মানসিক চাপ কমবে বলে আশা করি।’

শুক্রবার দুপুরে কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে এ আহ্বান জানান মন্ত্রী।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রমে আরও বেশি সোচ্চার হওয়া প্রয়োজন। লকডাউন আরও কার্যকর করা প্রয়োজন। বিভিন্ন স্থানে বিশেষ করে হাট-বাজার, দোকানে ঘোরাফেরার কারণে সংক্রমণ আরও বৃদ্ধি হচ্ছে। রিকশা ও অন্যান্য যানবাহন অবাধে চলাচল করছে। ত্রাণ বিতরণেও আক্রান্ত হচ্ছে। এ সব কারণে ঝুঁকির আশঙ্কা বেড়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে করোনাভাইরাস টেস্টিংয়ের কার্যক্রম আরও বৃদ্ধি করা প্রয়োজন যা চলমান রয়েছে। সমস্যা হলো রোগীরা টেস্ট করতে আগ্রহ প্রকাশ করে না এবং গোপন করে যায়। ফলে অনেক চিকিৎসক আক্রান্ত হয়েছে। এই আচরণ আশঙ্কাজনক।’

জাহিদ মালেক আরও বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধের মূল হাতিয়ার সংক্রমণ রোধ করা। এ যুদ্ধের মূলমন্ত্র ঘরে থাকা।’

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৫ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৮ জনে ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − four =

Back to top button