টুথপেস্টের বদলে লবণ যেভাবে ব্যবহার করবেন
রান্নায় স্বাদ বাড়াতে লবণ ব্যবহার করা হয়। তবে এর বাইরেও কিন্তু লবণের অনেক ব্যবহার রয়েছে। যেমন ধরুন, দাঁত পরিষ্কারে লবণ খুব ভালো একটি উপাদান।
হাতের কাছে টুথপেস্ট না থাকলে খুব সহজেই এটি দিয়ে ব্রাশ করে নিতে পারেন আপনার দাঁত। লবণ দাঁতকে পরিষ্কার করে এবং ব্যাকটেরিয়া দূর করতে কাজ করে।
লবণ দাঁত থেকে প্লাক দূর করতে কাজ করে। প্লাক অনেক রোগের ঝুঁকি বাড়ায়। এমনকি বিভিন্ন বাণিজ্যিক পেস্টের মধ্যেও লবণ ব্যবহার করা হয়। পেস্ট হিসেবে লবণ ব্যবহার করার উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
১. টুথব্রাশে পানি লাগিয়ে নিন। এরপর এর মধ্যে লবণ লাগিয়ে ব্রাশ করুন। দিনে অন্তত একবার এ পদ্ধতি অনুসরণ করুন।
২. লবণের পাশাপাশি বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে সমপরিমাণ লবণ ও বেকিং সোডা একত্রে মিশিয়ে ব্রাশ করতে পারেন।
তবে লবণ দিয়ে ব্রাশ করার সময় খুব জোরে জোরে ব্রাশ করবেন না। এতে মাড়ি ও অ্যানামেল ক্ষতিগ্রস্ত হতে পারে।