ট্রাম্পকে পুতিনের ‘পোষা কুকুর’ বললেন জো বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুরছানা’ আখ্যা দিয়েছেন।
সোমবার প্রচারণার শেষ পর্যায়ে বাইডেন বলেন- ‘ট্রাম্প বড়াই করেন বেড়ান, তার মতো শক্তিশালী রাজনীতিবিদ আর কেউ নেই। অথচ বাস্তবে দেখুন, তিনি কী পুতিনের পোষা কুকুরের মতো আচরণ করছেন না?’
যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন আজ। এদিকে শেষ দিনের প্রচারণায়ও ভোটগণনার দীর্ঘসূত্রতা নিয়ে শঙ্কা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, ফলাফল নিয়ে আদালতে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি।
অন্যদিকে হুঁশিয়ারি বাইডেন দিয়ে বলেন, এরকম মানুষের (ট্রাম্পের) প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতাই নেই। তাকে (ট্রাম্পকে) বলছি, নিজের ব্যাগ গুছিয়ে রাখুন, হোয়াইট হাউজ ছাড়ার জন্য প্রস্তুত হোন।