Lead Newsআন্তর্জাতিক

ট্রাম্পের পরাজয় অস্বীকার বিব্রতকর, কিছুই ক্ষমতা হস্তান্তর ঠেকাতে পারবে না: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় স্বীকার না করাটা একটা ‘বিব্রতকর’ পরিস্থিতি তৈরি করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন নবনির্বাচিত ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘কোনোভাবেই ক্ষমতা হস্তান্তর ঠেকানো যাবে না।’ বিবিসির খবরে একথা জানানো হয়েছে।

এরই মধ্যে ২৯০টি ইলেকটোরাল ভোট পাওয়া জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বিজয়ী বলা হয়েছে। ১৪ নভেম্বর ইলেকটোরাল কলেজ সদস্যরা ভোট দেওয়ার আগ পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে প্রতিবারের নির্বাচনে বিজয়ী ঘোষণার কাজটি মার্কিন গণমাধ্যমগুলোই করে থাকে।

বিভিন্ন রাষ্ট্রপ্রধান জো বাইডেনকে এরই মধ্যে জয়ের অভিনন্দনও জানিয়েছেন। কিন্তু এই বিজয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নির্বাচনী শিবির। এখনো জয়ের আশা ট্রাম্পের। সর্বশেষ টুইটেও ট্রাম্প বলেছেন, ‘আমরা জিতব।’

এ ব্যাপারে বাইডেন বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের ক্ষমতা হস্তান্তর কেউ ঠেকাতে পারবে না, যেমনটি ডোনাল্ড ট্রাম্প প্রমাণ ছাড়াই বলেছেন যে গত সপ্তাহের নির্বাচন জালিয়াতি হয়েছিল।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বাইডেন বলেন, যেভাবেই হোক, ২০২১ সালের ২০ জানুয়ারি একটি নতুন প্রশাসন গঠন করে তাঁর দল দায়িত্ব নিতে যাচ্ছে। তিনি বলেন, ‘খোলাখুলি বলছি, কোনোকিছুই আমাদেরকে এর থেকে বিরত রাখতে পারবে না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পরিষ্কার হওয়ার পর দেশটির সরকারের স্বাধীন সংস্থা জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) বিজয়ী নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম ঘোষণা করে তাঁর স্বীকৃতি দেয়। ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত জিএসএ প্রধান এমিলি মারফি এখনো এক্ষেত্রে উদ্যোগ নেননি।

জিএসএ প্রধান একটি চিঠিতে সই করলেই রাষ্ট্রীয় তহবিল, সরকারি দপ্তর এবং সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে পারবে বাইডেন শিবির। তবে মারফি বলেছেন, কে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, বিষয়টি এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এ কারণে তিনি বাইডেন শিবিরকে অনুমতি দিতে পারছেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 3 =

Back to top button