Breakingঅপরাধ ও দূর্ঘটনা

ট্রেনে কাটা পড়ে আ.লীগ নেতাসহ নিহত ২

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আওয়ামী লীগ নেতাসহ দুইজন মারা গেছেন। শুক্রবার সকালে আরশীনগর রেলক্রসিংয়ের অদূরে এবং বৃহস্পতিবার নরসিংদী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেছার আহমেদ রায়পুরার চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। অপর নিহত ১২ বছর বয়সি কিশোরের পরিচয় জানা যায়নি। তার বাড়ি জামালপুর জেলায় বলে জানা গেছে।

রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে আরশীনগর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী উপবন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান নেছার আহমেদ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী রেলস্টেশনে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে যায় অজ্ঞাত এক কিশোর। পরে সে ট্রেনে কাটা পড়ে। তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + eight =

Back to top button