কুমিল্লার দাউদকান্দিতে সেতুর নিচে ময়লার স্তুপে পাওয়া গেছে বস্তা বস্তা ডাবল সেঞ্চুরিয়ান পচা পেঁয়াজ।
উপজেলার গৌরীপুর বাজারের পাশে সেতুর নিচে রবিবার রাতে পেঁয়াজগুলো ফেলে যাওয়া হয়। সোমবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ছবিগুলো এলাকায় অনেক আলোড়ন তুলেছে।
গৌরীপুর বাজারের ব্যবসায়ী মো. জামাল হোসেন বলেন, ‘দাম বেড়ে যাওয়ায় যেখানে নিম্ন আয়ের মানুষ রান্নার জন্য পেঁয়াজ কিনতে পারছেন না, সেখানে এক শ্রেণির ব্যবসায়ী পেঁয়াজ গুদামজাত করে পচিয়ে ফেলছেন। পেঁয়াজ পচিয়ে সেতুর নিচে ফেলে দেয়া মানে দেশের সম্পদের অপচয় করা, পাশাপাশি ভোক্তার অধিকার হরণ করা। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।’
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, গুদামজাত করে পেঁয়াজ পচানোর অভিযোগ খতিয়ে দেখা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। (সূত্র ইউএনবি)