ঢাকামুখী পোশাককর্মীদের উপচেপড়া ভিড় শিমুলিয়া ঘাটে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে আজ বুধবার যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ফেরি ও ট্রলারে করে হাজারো যাত্রী পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে আসছে। আর ট্রলারে করে আসা যাত্রীদের নামানো হচ্ছে শিমুলিয়ার পদ্মার চরে।
উপজেলার মাওয়া নৌফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে রো রো ফেরি শাহ পরাণ ও ডাম্প ফেরি রামশিং কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়া ঘাটে নোঙর করে। ফেরি দুটিতে পাঁচ সহস্রাধিক যাত্রী ছিল। আর তাদের অধিকাংশই ঢাকামুখী পোশাককর্মী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, অনেকক্ষণ পর পর ফেরি আসছে। যানবাহন তেমন নেই। তবে যাত্রীরা ছুটে আসছে। তাদের বেশিরভাগ পোশাককর্মী। তবে ফেরির চেয়ে ট্রলারে করে বেশি শ্রমিক ছুটে আসছে। শ্রমিক বোঝাই করে ট্রলারগুলো ঘাটের বাইরে পদ্মার চরে নোঙর করছে।