Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

ঢাকার তিনটি বেসরকারি হাসপাতালেও হবে এবার করোনা টেস্ট

রাজধানীর তিনটি বেসরকারি হাসপাতালকে করোনা শনাক্তকরণ টেস্টের অনুমোদন দেওয়া হয়েছে। হাসপাতালগুলো হলোঃ এভারকেয়ার, স্কয়ার ও ইউনাইটেড।

বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

তিনি জানান, রাজধানীতে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে  এভার কেয়ার, স্কয়ার ও ইউনাইটেড-এই তিনটি হাসপাতালকে করোনা শনাক্তকরণ পরীক্ষা করার অনুমোদন দেওয়া হয়েছে। তারা যে পরীক্ষা করবেন সেগুলো বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে আমরা সংযোজন করব, আমাদের স্বাস্থ্য বুলেটিনে।

এ হাসপাতালগুলো শুধুমাত্র তাদের ভর্তিকৃত রোগীদের এই পরীক্ষা করাতে পারবেন। তাদের আমরা বাইরের রোগী পরীক্ষা করার অনুমোদন দেইনি। কারণ সেক্ষেত্রে ফলোআপের সমস্যা হতে পারে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + fourteen =

Back to top button