কূটনীতি
ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জিন মারিন
বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন জিন মারিন। সাবেক ফরাসি রাষ্ট্রদূত ম্যারি আনিক বুখডার স্থলাভিষিক্ত হলেন তিনি। বুখডা ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে নিজের পরিচয় জমা দেয়ার পর দায়িত্ব গ্রহণ করার কথা জিন মারিনের। খবর ইউএনবি’র।
জিন মারিন এর আগে একইসঙ্গে শ্রীলংকা ও মালদ্বীপে ফরাসি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারও আগে ভারতের দিল্লিতে ফরাসি দূতাবাসে প্রথম সচিব ছিলেন তিনি।