ঢাকায় বিপুলসংখ্যক করোনা টেস্টিং কিট জব্দ
রাজধানীতে পৃথক দুটি অভিযানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ করোনা টেস্টিং কিট উদ্ধার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১১টা থেকে রাজধানীর শহীদবাগ ও গুলশানের নিকুঞ্জ এলাকায় এ অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় আদালতকে সহায়তা করে র্যাব-৩।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহীদবাগে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ মজুদ করা ৩০০ পিস করোনা টেস্টিং কিট উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে দেড় বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এদিকে র্যাব-৩ এর এএসপি রবিউল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, নিকুঞ্জে এখনো অভিযান চলছে। অভিযানে প্রায় ৭০০ পিস অবৈধ মজুদ করা টেস্টিং কিট উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।