ক্রিকেটখেলাধুলা

তামিমের ব্যাটে বরিশালের প্রথম জয়

প্রথম ম্যাচে খুব একটা সাফল্য পাননি তামিম ইকবাল। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই নিজেকে মেলে ধরলেন এই বাঁহাতি ওপেনার। তাঁর দারুণ ব্যাটিংয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম জয় পেয়েছে ফরচুন বরিশাল। আজ শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে পাঁচ উইকেটে হারিয়েছে তামিমের বরিশাল।

মিনিস্টার গ্রুপ রাজশাহীর দেওয়া ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মেহেদী হাসান মিরাজকে হারায় বরিশাল। পারভেজকে নিয়ে সেই ধাক্কা কাটিয়ে উঠেন তামিম। ৬৬ রানে পারভেজের আউটে ভাঙে দ্বিতীয় জুটি।

এর পরও টিকে ছিলেন তামিম। মাঝে দ্রুত আফিফ-শুক্কুরদের হারানোর চাপ সামলে ৪৫ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৯ ওভারে জয় তুলে নেয় বরিশাল। ৬১ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন তামিম। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০ বাউন্ডারি ও দুই ছক্কায়।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রান করে রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন মেহেদী। ব্যাট করতে নেমে ভালো শুরু করে রাজশাহী। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমনের সাবধানী ব্যাটিংয়ে ভালোভাবে এগিয়ে যাচ্ছিল দলটি। কিন্তু হঠাৎ করে দ্রুত পাঁচ উইকেট হারিয়ে ফেলে রাজশাহী।

দলীয় ৩৯ রানে আউট হন শান্ত। ফেরার আগে ১৯ বলে ২৪ রান করেন তিনি। তিনে ব্যাট করতে নামা রনি তালুকদারও ফিরে যান ৬ রানে। দায়িত্ব নিতে পারেননি মোহাম্মদ আশরাফুল। মেহেদী হাসানের বলে দুই রান নিতে গিয়ে রানআউট হন তিনি। দ্রুত আরো চার উইকেট হারিয়ে চাপে দলটি।

৬৩ রানে পাঁচ উইকেট হারানোর পর রাজশাহীর হাল ধরেন মেহেদী হাসান। তাঁকে সঙ্গ দেন ফজলে মাহমুদ। দুই ব্যাটসম্যানে ভর করে শেষ পর্যন্ত বরিশালকে ১৩৩ রানের লক্ষ্য দেয় রাজশাহী।

নিজেদের প্রথম ম্যাচে জেমকন খুলনার কাছে হারে ফরচুন বরিশাল। এবার রাজশাহীকে হারিয়ে পয়েন্টের খাতা খুলল তামিম ইকবালের দল।

সংক্ষিপ্ত স্কোর

মিনিস্টার গ্রুপ রাজশাহী :  ২০ ওভারে ১৩২/৯ (নাজমুল শান্ত ২৪, আনিসুল ২৪, রনি তালুকদার ৬,  আশরাফুল ৬, মাহমুদ ৩১, নুরুল ০, মেহেদী ৩৪, রেজাউর ২, মুকিদুল ১; তাসকিন ৪-০-১৯-১, রাব্বি ৪-০-২১-৪,  সুমন ৩-০-৩৩-০, মিরাজ ৪-০-১৮-২, রাহি ৪-০-২৯-১)।

ফরচুন বরিশাল : ১৩৬/৫ (তামিম ৭৭, মিরাজ ১, পারভেজ ২৩,  আফিফ ০, তৌহিদ ১৭, শুক্কুর ৩, অঙ্কন ৪ ; রেজাউর ২-০-১৭-০, এবাদত ৩-০-১৯-১, মেহেদী ৪-০-৩২-১, ফরহাদ ৩-০-১৭-০, মুকিদুল ৪-০-২৭-২)।

ফল : পাঁচ উইকেটে জয়ী ফরচুন বরিশাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fifteen =

Back to top button