অধিনায়ক হিসেবে পথচলার শুরটা বিবর্ণ হয়েছিল মুমিনুল হকের। তবে ক্রমেই নিজেকে ফিরে পাচ্ছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করে সেই প্রমাণ দিলেন টেস্ট স্পেশালিস্ট।
ক্যাপ্টেন হিসেবে প্রথমে ভারত সফর করেন মুমিনুল। সেটা একদমই ভালো কাটেনি তার। পাকিস্তানে গিয়ে ক্রিজে থিতু হয়েছিলেন। তবে সম্ভাবনাময় দুই ইনিংসকে পূর্ণতা দিতে পারেননি তিনি।
তবে দেশের মাটিতে নেতৃত্বের অভিষেকে তিন অংকের দেখা পেলেন পয়েট অব ডায়নামো। ডোনাল্ড তিরিপানোকে চোখধাঁধানো কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। টেস্টে এটি তার নবম সেঞ্চুরি।
দুর্দান্ত এ সেঞ্চুরি দিয়ে তামিম ইকবালকে ধরে ফেললেন মুমিনুল। এতদিন ক্রিকেটের লংগার ভার্সনে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ছিলেন ড্যাশিং ওপেনার। ৯ শতক নিয়ে সবার ওপরে ছিলেন তিনি। এবার তাকে স্পর্শ করে ফেললেন বাঁহাতি এ ব্যাটসম্যান।
শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৩৪ রান। মুমিনুল ১১৫ ও মুশফিক ৮৬ রান নিয়ে ব্যাট করছেন। সূত্র:আইসিসি।