তালেবান গঠিত সরকারকে এখনই স্বীকৃতি দিচ্ছে না যুক্তরাষ্ট্রঃ হোয়াইট হাউজ
যুক্তরাষ্ট্রের আফগানিস্তান থেকে সরে দাড়ানোর প্রেক্ষাপটে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। ইতোমধ্যে সরকার গঠনের কাছাকাছি পৌঁছালেও এখনই যুক্তরাষ্ট্র তালেবানের গঠিত সরকারকে স্বীকৃতি দিচ্ছে না।
গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাইজের মুখপাত্র জেন সাকি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, যুক্তরাষ্ট্র বা আমাদের সাথে কথা হওয়া অন্য আন্তর্জাতিক অংশীদারদের স্বীকৃতির জন্য কোনো তাড়াহুড়ো নেই।”
জেন সাকি বলেন, যুক্তরাষ্ট্র এখনো কোনো সিদ্ধান্ত নেইনি যে ৩১ আগস্ট সৈন্য প্রত্যাহারের পর আফগানিস্তানে কোনো কূটনীতিক উপস্থিতি রাখবে কি না। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, আফগানিস্তানের মাটিকে সন্ত্রাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে না দেয়া এবং মানবাধিকার বিশেষ করে নারীর অধিকার রক্ষার শর্তে ভবিষ্যতের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া হবে।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, “সৈন্য প্রত্যাহারের পর তালেবান যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানের সাথে কূটনীতিক সম্পর্ক বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে।”
তিনি আরও বলেন, “তারা আমাদের সাথে যোগাযোগ করে স্পষ্ট করেছে. তারা মার্কিন কূটনীতিক উপস্থিতি অব্যাহত দেখতে চায়। তবে নিশ্চিতভাবেই তা তালেবানের হাতে নয়।”
২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রসজ্জ্বিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার পিছু হটে।
তবে একটানা দুই দশক যুদ্ধ চলে দেশটিতে। দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড