কূটনীতি

তালেবান জনগণের সরকার হলে ঢাকার সমর্থন পাবেঃ পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে মঙ্গলবার দুপুরে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “আফগানিস্তানের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়া তালেবান যদি জনগণের সরকার গঠন করতে পারে, তবে ঢাকার সমর্থন পাবে।”

তালেবান সরকারকে বাংলাদেশ স্বীকৃতি দেবে কি না- এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, “আমরা জনগণের সরকারে বিশ্বাস করি। জনগণের ইচ্ছার পরিপ্রেক্ষিতে যদি কোনো সরকার গঠিত হয়, তারা যদি জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে পারে, তাদের আমরা সমর্থন দিব। বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করছি।”

মন্ত্রী আরও বলেন, “তারা যদি আমাদের সাহায্য-সহযোগিতা চায়, আমরা যতদূর পারি দেখব। আমরা শিক্ষা খাতে, আইটি খাতে, কৃষি খাতে যথেষ্ট সক্ষমতা অর্জন করেছি। তারা যদি এসব সেক্টরে সহযোগিতা চায়, তবে আমরা দিব। আমরা সার্কভুক্ত সব দেশকে সহযোগিতা করতে রাজি আছি।”

তালেবান উত্থানে বাংলাদেশে জঙ্গিবাদের আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সন্ত্রাসীদের মূল উৎপাটনের কাজ করছি। এর আগে আফগানিস্তান থেকে ট্রেনিং নিয়ে যারা দেশে এসেছে, তাদের উৎখাত করেছি। আমরা জঙ্গিবাদের সেই খপ্পরে আর পড়তে চাই না। সরকার ও প্রশাসন বিষয়টি নিয়ে সজাগ আছে।
আমরা দেশবাসীকে বলি, আপনারা ভুল পথে আর যাবেন না। এতে আপনি, আপনার পরিবার, সমাজ সমস্যায় পড়বে। ফলে খারাপ পথে যাবেন না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 6 =

Back to top button