তালেবানকে ভয় পাওয়ার কিছুই নেইঃ প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তালেবানকে ভয় পাওয়ার কিছু নেই। যে কোনো ধরনের ঘটনা মোকাবিলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে।
আজ সোমবার (৪ অক্টোবর) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “ভয় পেলে ভয়, না পেলে কিছু নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আমি আফগানিস্তান-প্যালেস্টাইন নিয়ে কথা বলেছি। আমরা চাই শান্তিপূর্ণ সমাধান।”
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশ থেকে সেখানে (আফগানিস্তান) গিয়ে ট্রেনিং নিয়ে আসে অনেকে। আমরা এরকম অনেক ঘটনা সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে এনেছি। যেমন- হলি আর্টিসানের ঘটনা।”
জঙ্গি-সন্ত্রাসের বিষয়ে সচেতনতা তৈরি করার কথা উল্লেখ করে তিনি বলেন, এটা যে দেশের জন্য মঙ্গল বয়ে আনে না, এটা যে দেশের জন্য ক্ষতিকর-এ বিষয় মানুষকে বোঝাতে হবে। আমরা শান্তি চাই। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে সাংবাদিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।