তালেবানদের হাতে কুন্দুজ প্রদেশের পতন
ভৌগলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ দখলে নিয়েছে তালেবান। একইসঙ্গে সার-ই-পুল প্রদেশও এখন তালেবানের দখলে।
আজ রোববার দেশটির উত্তরাঞ্চলের এই দুই প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। তালেবান গত মে মাসে আফগানিস্তানে নতুন উদ্যোমে লড়াই শুরু করার পর কুন্দুজকে তাদের সবচেয়ে বড় বিজয় বলে মনে করা হচ্ছে।
অনেক বছর ধরেই গুরুত্বপূর্ণ এই শহরটি দখলের চেষ্টা করে যাচ্ছে তালেবান। ২০১৫ সালে শহরটির দখল নিলেও তা ধরে রাখতে পারেনি সংগঠনটি। ২০১৬ সালে আবার কুন্দুজ তালেবানের হাতছাড়া হয়ে যায়।
বিবিসি বলছে, কুন্দুজ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে যাওয়ার প্রধান প্রবেশপথ। এটির অবস্থান কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাজধানী কাবুল এবং উত্তরাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ নগরীর সঙ্গে মহাসড়কের মাধ্যমে সরাসরি সংযোগ আছে কুন্দুজের। তাজিকিস্তানের সঙ্গে অভিন্ন সীমান্তও আছে এই প্রদেশের।
এই সীমান্তপথ দিয়েই আফগানিস্তানে উৎপাদিত আফিম এবং হিরোইন মধ্য এশিয়ার দেশগুলোতে পাচার করা হয়, সেখান থেকে যায় ইউরোপে। কুন্দুজ নিয়ন্ত্রণ করার মানে হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদক চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করা।
তালেবানের কাছে কুন্দুজের এই বিজয়ের একটি প্রতীকী তাৎপর্যও আছে। ২০০১ সালের আগে এটি ছিল উত্তরাঞ্চলে তাদের অন্যতম ঘাঁটি। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর গত শুক্রবার থেকে এ নিয়ে চতুর্থ প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান।
শনিবার দ্বিতীয় প্রাদেশিক রাজধানী শেবারগান দখল নেয় তালেবান। এর আগে শুক্রবার বিকালে নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ দখলে নেয় তারা। দেশটির গ্রামাঞ্চলের অধিকাংশ জায়গা নিজেদের দখলে নেওয়ার পর এখন তারা প্রধান শহরগুলোকে লক্ষ্য করে এগুচ্ছে।