তালেবানের অগ্রগতিতে উদ্বিগ্ন তাজিকিস্তান
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে তাজিকিস্তানের চিন্তা বাড়ছে। কারণ, প্রতিবেশী আফগানিস্তানে তালেবান সমানে এলাকা দখল করছে। তারা সীমান্তেও চলে এসেছে। এই অবস্থায় প্রেসিডেন্ট এমোমালি রাহমনের অনুরোধে বৃহস্পতিবার দুই লাখ ৩০ হাজার সেনা দেশের সব চেয়ে বড় কুচকাওয়াজে অংশ নিয়েছিল। সেনার সঙ্গে ছিল বিমান ও গোলন্দাজ বাহিনী। এভাবেই নিজেদের সামরিক শক্তিপ্রদর্শন করেছে তাজিকিস্তান।
তালেবানের অগ্রগতিতে রীতিমতো উদ্বিগ্ন প্রেসিডেন্ট টেলিভিশন ভাষণে বলেছেন, ”আমাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানের, এবং আফগানিস্তান সংলগ্ন আমাদের উত্তর সীমান্তের অবস্থা খুবই জটিল। প্রতিদিন, প্রতি ঘণ্টায় তা আরো জটিল হচ্ছে।” সেনার প্রতি তার আবেদন, ”আপনারা আমাদের সীমান্ত সুরক্ষিত রাখুন।” তিনি এর আগেই সীমান্তে অতিরিক্ত ২০ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিলেন।
আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী চলে যাওয়ার পরই তালেবান এখন একের পর এক জেলা দখল করে নিচ্ছে। তারা আঞ্চলিক রাজধানীগুলিও ঘিরে ফেলেছে। সীমান্ত এলাকাতেও তালেবানের সঙ্গে সেনার প্রবল লড়াই হচ্ছে। বেশ কিছু আফগান পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন।
সূত্রঃ ডয়েচে ভেলে