তাসনিম খলিলসহ চারজনের সম্পত্তি ক্রোকের আদেশ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার অভিযোগপত্রভুক্ত সুইডেনপ্রবাসী সাংবাদিক তাসনিম খলিলসহ চার আসামির সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৮ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন এই আদেশ দেন।
মামলার অন্য তিন আসামি হলেন হাঙ্গেরিপ্রবাসী সামিউল ইসলাম খান ওরফে স্যাম ওরফে জুলকারনাইন, আশিক ইমরান ও ওয়াহিদুন নবী।
ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ মামলায় গত ১২ সেপ্টেম্বর কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ সাতজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। মামলায় সাত আসামির মধ্যে তিনজন জামিনে আছেন। তারা হলেন আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান। বাকি চার আসামিকে পলাতক দেখানো হয়েছে।
আসামিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতির জনক, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, মহামারি করোনাভাইরাস সম্পর্কে গুজব, রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়। গত বছরের মে মাসে রমনা থানায় ওই ১১ জনের বিরুদ্ধে মামলা করে র্যাব।
পরবর্তীতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।