দেশবাংলা
তৃতীয় লিঙ্গের নজরুল হারালেন আওয়ামী মনোনীত প্রার্থীকে
ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু।
রিটার্নিং কর্মকর্তা মধুসুদন সাহা রোববার রাতে এ কথা জানান।
রোববার জেলার কালীগঞ্জ উপজেলায় ১১টি এবং কোটচাঁদপুর উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
মধুসুদন সাহা জানান, কালীগঞ্জের ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ৯ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫২৯ ভোট। কালীগঞ্জের দাদপুর গ্রামের নজরুল ইসলাম ঋতু এবারই তিনি প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচন করেন।