আন্তর্জাতিক
তেল ও গ্যাসের নতুন খনির সন্ধান পেল পাকিস্তান
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন করে তেল এবং গ্যাসের এক খনির সন্ধান পাওয়া গেছে। নতুন এই তেল ও গ্যাস খনির সন্ধান পাওয়ায় কিছুটা হলও আমদানি কমবে বলে আশা করছে দেশটির অয়েলফিল্ডস লিমিটেড
পাকিস্তান তার নিজস্ব জ্বালানি চাহিদা পূরণে প্রচণ্ডভাবে আমদানির ওপর নির্ভরশীল। পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, গত অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত ১১ মাসে মোট ৪,০৮৬ কোটি ডলারের পণ্য আমদানি করেছে যার মধ্যে জ্বালানি পণ্য ৯৮০ কোটি ডলারের।
এদিকে, প্রতিদিন পাকিস্তানের জন্য ৭০০ কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। সেখানে দেশটিতে ৪০০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হয়। বাকি গ্যাসের চাহিদা আমাদনির মাধ্যমে পূরণ করতে হয়।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।