রাজধানীতে ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে অন্তত ১০টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভিন্ন থানার ডিউটি অফিসারের সাথে কথা বলে জানা যায়, রাজধানী ঢাকার তেজগাঁও, যাত্রাবাড়ীর মাতুয়াইল, ধানমন্ডি, রায়েরবাগসহ বিভিন্নস্থানে মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে আগুনের সংবাদ পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে একজন জানান, “বিভিন্ন স্থানে আগুন লাগার খবর পেয়েছি আমরা। সেগুলো আমরা তালিকাভুক্ত করছি। তালিকা না করে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব না। তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।”
রাজধানীর বিভিন্নস্থানে সরেজমিনে ঘুরে দেখা যায়, আতশবাজি ফোটানোয় যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা মানেননি ঢাকাবাসী। বরং থার্টি ফার্স্ট নাইট উদযাপনে ওড়ানো এসব ফানুস বিভিন্ন জায়গায় পড়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি করে।