নগরজীবন

দগ্ধ ভাইয়ের জন্য হাসপাতালের গ্রিল জড়িয়ে কাঁদছেন বোন

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হওয়া ভ্যানচালক নিজামের ছোট বোন লাইজু আক্তার অঝোরে কাঁদছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবনের গ্রিল ধরে। হাসপাতালের ভিতর অতিরিক্ত মানুষ ঢুকতে না দেয়ায় ঢুকতে পারেননি তিনি।

লাইজু আক্তার নয়া দিগন্তকে বলেন, তার ভাই নিজাম ও তাদের পৈতৃক বাড়ি বরিশাল রাঙ্গাবালী উপজেলায়। জীবিকার তাগিদে নারায়ণগঞ্জেই পরিবারসহ বসবাস করেন তারা। তার বড় ভাই নিজাম পোশায় একজন ভ্যান চালক ছিলেন। শুক্রবার রাতে বাসার পাশে মসজিদে এশার নামাজ পড়তে যান তিনি। ফরজ নামাজ শেষে মুসল্লিরা যখন সুন্নত নামাজ পড়তেছিল ঠিক তখনই এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও এর আগেই অনেক মুসল্লি নামাজ শেষ করে বাইরে বের হয়ে গিয়েছিল।

লাইফ আরো জানান, নিজাম তিন সন্তান রয়েছে। বড় মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী, ছোট মেয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ও সর্বশেষ সন্তানের বয়স মাত্র দুই বছর। তিনি ছাড়া পরিবারটি একদম নিঃস্ব হয়ে যাবে।

অঝোরে কান্নাভরা কণ্ঠে তিনি আরো বলেন, ‘মোর ভাইয়ের বা মোগো চিকিৎসা করার কোন সমর্থ নাই। আল্লাহ এমন বিপদ মোগো কেনো দিলো?’

এসময় চিকিৎসার জন্য তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + four =

Back to top button