দাসত্বের শিকল ভেঙ্গেছে আফগানরাঃ ইমরান খান
আফগানিস্তানের গনির সরকার পতনের মধ্য দিয়ে তালেবান ক্ষমতায় আসীন হওয়ার মুহূর্তে সাংস্কৃতিক আগ্রাসন কীভাবে ‘মানসিক দাসত্বের’ সমতুল্য তা নিয়ে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান বলেছেন, ‘‘দাসত্বের শেকল ভেঙেছে আফগানর।”
পাকিস্তানের একক জাতীয় শিক্ষাক্রম চালুর বিষয়ে ইসলামাবাদে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণ দেন ইমরান খান। দেশের দুটি সমান্তরাল শিক্ষাব্যবস্থার সমালোচনায় বলেন, ‘ইংরেজি মাধ্যম’ বিদ্যালয় ‘অন্য কারও সংস্কৃতি’ গ্রহণের দিকে ঠেলে দিচ্ছে পাকিস্তানকে।
ইমরান খান বলেন, “যখন আপনি কারো সংস্কৃতির সঙ্গে নিজেকে অভিযোজিত করেন তখন আপনি তা শ্রেষ্ঠ বলে বিশ্বাস করেন এবং আপনি তার দাস হয়ে যান। এটা ভাঙা কঠিন। প্রকৃত ক্রীতদাসের চেয়ে মানসিক দাসত্ব আরও বেশি খারাপ এবং বিপদজনক।”
ইমরান খানের কথায়, ” ভিন্ন সংস্কৃতি গ্রহণ করলে আপনি মনস্তাত্ত্বিকভাবে বশীভূত হয়ে যান। আর যখন এটা ঘটে মনে রাখবেন, তা প্রকৃত দাসত্বের চেয়ে খারাপ। সাংস্কৃতিক দাসত্বের শৃঙ্খল ছুঁড়ে ফেলা খুব কঠিন। এখন আফগানিস্তানে যা হচ্ছে, তারা শেকল ভেঙেছে দাসত্বের।”
তালেবান মাত্র ১০ দিনের মধ্য আফগানিস্তান দখল করেছে। গত রোববার তারা কাবুলের নিয়ন্ত্রণ নেয়। মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারে ৩১ আগস্টের সময়সীমার দুই সপ্তাহেরও বেশি আগে তালেবান দেশ দখল করেছে।