অন্যান্যখেলাধুলা

‘দুই মেয়ে আমার জীবন বদলে দিয়েছে’

বাংলাদেশের ক্রিকেটে অনেক সাফল্য এসেছে সাকিব আল হাসানের হাত ধরে। দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডারও হয়েছেন তিনি। একই সঙ্গে মুদ্রার উল্টো পিঠও দেখেছেন। নানা বিতর্কে জড়িয়ে সমালোচিত হয়েছেন। শেষ বিতর্কে জড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হন।

এসব এখন অতীত। নিষেধাজ্ঞার সময়ে নিজেকে একেবারেই বদলে ফেলেছেন সাকিব। দুই মেয়ে আলাইনা হাসান অব্রি ও ইরাম হাসানের কাছ থেকে নিজেকে বদলে ফেলার রসদ খুঁজে পেয়েছেন তিনি। নিজের ভুল শুধরে নতুনভাবে ক্রিকেটে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ সাকিব। এমন আর ভুল করবেন না বলেও আশ্বাস দিয়েছেন।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি মনে করি, বিতর্কের বিষয়টা আসলে দুই দিক থেকেই আসে। কখনো বিতর্ক আমার পিছু নিয়েছে, আবার কখনো আমিই বিতর্ককে আমন্ত্রণ জানিয়েছি। আমি ক্যারিয়ারের একদম শুরুতেই দায়িত্ব (অধিনায়কত্ব) পেয়েছিলাম। ভুল হওয়াটা স্বাভাবিক ছিল। যখন অধিনায়ক হই, আমার বয়স মাত্র ২১ বছর। আমি তখন অনেক ভুল করেছি এবং মানুষ আমার ব্যাপারে অনেক কিছু ভাবতে শুরু করেছিল। এখন আমার মনে হয় যে, কিছু ক্ষেত্রে আমার ভুল ছিল এবং কিছু ক্ষেত্রে আমাকে ভুল বোঝা হয়েছিল। তবে আমি এসবের সঙ্গে মানিয়ে নিয়েছি।’

নিজেকে বদলে ফেলা সম্পর্কে সাকিব বলেন, ‘এখন আমি যত পারি কম ভুল করার চেষ্টা করি। বিয়ে করেছি, দুটো বাচ্চা হয়েছে। আমি এখন জীবন এবং খেলা আরো ভালো বুঝতে পারি। বিশ বছর বয়সে আমি যেমন ছিলাম, তার চেয়ে এখন অনেক বেশি শান্ত ও স্থির। আমি নিজেকে অনেকটাই বদলে ফেলেছি। মানুষ এখন আর আমাকে বেশি ভুল করতে দেখবে না। দুই মেয়ে আমার জীবনটা পুরোপুরি বদলে দিয়েছে।’    

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − 1 =

Back to top button