হাস্যরস
দুধে পানি না, পানিতে দুধ
একদিন দুধওয়ালার কাছ থেকে এক লোক দুধ নিচ্ছিলো।
তো দুধ দেখে ক্রেতার মনে সন্দেহ হলো।
একপর্যায়ে সে জিজ্ঞেস করলো, আপনি কি দুধে পানি মিশিয়েছেন?
দুধওয়ালা কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষনেই নিজেকে সামলে নিলো।
তারপর সে জবাব দিলো, আমি দুধে পানি মিশাই না।
এবার ক্রেতার জিজ্ঞাসা, তাহলে দুধ এত পাতলা কেন?
চতুর দুধওয়ালা জবাবে বললো: আগেই তো বলেছি আমি দুধে পানি মিশাই না, বরং পানিতেই যা খানিকটা দুধ মিশাই!