দৃষ্টান্ত স্থাপন করল পুলিশ
স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যশোরের অভয়নগর থানা পুলিশের গাজীপুর ক্যাম্পের টু আইসি এএসআই মিরাজুল ইসলাম।
এলাকাবাসী জানায়, গাজীপুর ক্যাম্প এলাকার সাভারপাড়া এক কিলোমিটার সড়কটি ভেঙে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। ফলে এ সড়কে যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু পুলিশের স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের কারণে এ দুর্ভোগ লাঘব হয়।
এলাকাবাসী বলেন, আমরা কখনও পুলিশকে রাস্তা মেরামত করতে দেখিনি। এ জীবনে প্রথম দেখলাম তারা শ্রমিক হয়ে নিজেই ইট, বালু, কোদাল হাতে নিয়ে রাস্তায় নেমে গেলেন। পুলিশের এ উদ্যোগ দেখে আমরা আনন্দিত।
গাজীপুর ক্যাম্পের (টুআইসি-এএসআই) মো. মিরাজুল ইসলাম বলেন, বিগত কয়েক দিন ধরে গাড়িচালক ও এলাকাবাসী অভিযোগ করছিল রাস্তাটি অনেক ভাঙাচোরা। এখন বর্ষাকাল জনদুর্ভোগের কথা চিন্তা করে বিষয়টি সামাজিক দায়িত্ববোধ থেকেই আমি মেরামতের কাজ করছি।