Breakingআইন ও বিচারজাতীয়

দেলাওয়ার হোসাইন সাঈদীর শারীরিক অবস্থা নিয়ে যা বললেন চিকিৎসক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান। আজ মানবজমিনকে এ তথ্য জানান। তিনি বলেন, গতরাতে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সাহেব আমাকে জানান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব হার্ট অ্যাটাক নিয়ে এসেছেন। হয়তো ইমার্জেন্সি স্টেন্টিং (রিং) করতে হবে। তাৎক্ষণিকভাবে আমার টিম নিয়ে ইমার্জেন্সিতে তার চিকিৎসা শুরু করি। প্রাথমিকভাবে তার হার্ট অ্যাটাকের চিহ্ন পাই। তিনি যেখান থেকে এসেছেন সেখান থেকে ডাক্তার বুকে ব্যথা ও হার্ট অ্যাটাকের সন্দেহ করেই আমাদের হাসপাতালে পাঠিয়েছে। সেখানেও ইসিজিতে হার্ট অ্যাটাকের চিহ্ন আছে। আমরা তার আর কোনো সমস্যা আছে কিনা সেটা দেখি। তারপর তার একটা রক্তের পরীক্ষা করি।

সেই পরীক্ষার রিপোর্টেও দেখা যায়- তার একটা হার্ট অ্যাটাক হয়েছে। তার পূর্বের কাগজপত্র দেখে জানতে পেরেছি- আগেও তার হার্টে স্টেন্টিং করা হয়েছিল। সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা তাকে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করি। সেখানে তার চিকিৎসা চলছে। অন্যান্য রোগীকে যেভাবে চিকিৎসা দেয়া হয় ঠিক সেভাবেই তার চিকিৎসা দেয়া হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে।

অধ্যাপক মোস্তফা জামান বলেন, আমরা রাতের বেলাও দেখেছি তিনি আগের চেয়ে একটু ভালো বোধ করছেন। আজকে সকালেও দেখেছি- তিনি আগের চেয়ে একটু সুস্থ আছেন। কিন্তু যেকোনো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সরাসরি বলা যাবে না ভালো আছে। কিছুটা পর্যবেক্ষণে রাখতে হবে। আরও দুয়েকদিন পর্যবেক্ষণ করার পর আমার বলতে পারবো তার চিকিৎসার পরবর্তী ধাপ কি হবে।
আমরা পরবর্তী ধাপে যাবো কি যাবো না। একটু আগে আমরা তার একটা ইকো কার্ডিওগ্রাফি করবো।

সেখানে তার হার্টের কার্যক্ষমতা দেখবো আমরা। আরও কিছু রক্ষের পরীক্ষা দেয়া হয়েছে। সেগুলোর রিপোর্ট এলে আবার আমরা পর্যবেক্ষণ করবো। তার চিকিৎসা যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে আমরা সজাগ আছি।
তিনি আরও বলেন, গত রাতে তিনি যখন আসেন তখন তার সঙ্গে আমরা কথা বলেছি। তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার বুকে ব্যথা, হার্টে সমস্যা, প্রেশার ও ডায়াবেটিসজনিত কিছু সমস্যা ছিল। সেখানে তার ইসিজিসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএসএমএমইউতে পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 19 =

Back to top button