Lead Newsকরোনাভাইরাসজাতীয়

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৬২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এটাই একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। সর্বশেষ আক্রান্তদের নিয়ে সারা দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৭৮২২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে ১৯ জন মারা গেছেন। একদিনে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছেন সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে।

বুধবার (১৩ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, করোনাভাইরাসে একদিনে সুস্থ হয়েছেন ২১৪ জন। এখন পর্যন্ত সারাদেশে মোট ৩ হাজার ৩৬১ জন সুস্থ হয়েছেন।

অতিরিক্ত মহাপরিচালক এসময় বলেন, গেল ২৪ ঘণ্টায় সব সংখ্যাই বেড়েছে। নমুনা পরীক্ষার ল্যাবের সংখ্যার পাশাপাশি নমুনা পরীক্ষার সংখ্যা, শনাক্তকৃত রোগী ও মৃতের সংখ্যা বেড়েছে।

তিনি ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে সাত হাজার ৯০০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৪৪ হাজার ৫৩৮টি।

নাসিমা সুলতানা বলেন, নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ১৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮২২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৯ জন, এটিও রেকর্ড। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৯-এ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৩৬১ জন।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

তিনি বলেন, আমি অতিরিক্ত মহাপরিচালক হলেও এখন মহাপরিচালকের দায়িত্ব পালন করছি।

বাংলাদেশে করোনার এর সর্বশেষ আপডেটঃ

গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত ১১৬২ ১৭,৮২২
মৃত্যু ১৯ ২৬৯
সুস্থ ২১৪ ৩,৩৬১
পরীক্ষা ৭,৯০০ ১,৪৪,৫৩৮

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =

Back to top button