Lead Newsকরোনাভাইরাসজাতীয়

দেশে করোনা শনাক্তে আবারো রেকর্ড, মোট মৃত্যুর সংখ্যা ১৮৬

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৯০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৭১৯ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৮৬ জনে দাঁড়ালো। মৃত ২জন পুরুষ, ১ জন নারী। তাদের ২ জন ঢাকার বাইরের এবং একজন রাজধানী ঢাকার।

বুধবার (৬ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২৫৮ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এনিয়ে মোট ১,৭৬১ জন সুস্থ হয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সারা দেশে বর্তমানে মোট ৩৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র: 

  • মোট আক্রান্ত: ১১ হাজার ৬৪৬ জন।
  • মারা গেছেন: ১৮৬ জন।
  • মোট সুস্থ: ১,৭৬১ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৯৯,৬৪৬টি।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩৭ লাখ ৪০ হাজার ৫৯১ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১২ লাখ ৪৭ হাজার ৫১২ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৫৮ হাজার ৪৮১ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 10 =

Back to top button