Lead Newsসরকার

দেশে ডেঙ্গু আক্রান্তদের ৯০ শতাংশই সুস্থ হয়ে বাড়িতে; কমছে রোগী

দেশের বিভিন্ন হাসপাতালে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ভর্তি হয়েছেন, তাদের ৯০ শতাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানিসহ সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা কমে আসছে। চলতি বছর মোট ভর্তি রোগীদের মধ্যে প্রায় ৫৫ হাজার (৫৪,৯৫৬ জন) রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।
১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত মোট ৬১ হাজার ৩৮ জন ভর্তি হলেও বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি রয়েছেন মাত্র ৬ হাজার ৩৫ জন ডেঙ্গু রোগী। তার মধ্যে রাজধানীতে ৩ হাজার ৪১১ জন ও ঢাকা বিভাগসহ অন্যান্য বিভাগীয় হাসপাতালে ভর্তি ২ হাজার ৬২৪ জন। শতকরা হিসাবে ৯০ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সারাদেশের হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৪৪৬ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার ৪১টি সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৮৯ জন ও বিভাগীয় হাসপাতালে ৭৫৭ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২১, ২২ ও ২৩ আগস্ট রাজধানীর বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে যথাক্রমে ৭১১, ৭৬১ ও ৬৮৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন যথাক্রমে ৭৬৪, ৭৮৯ ও ৬১০ জন। এ তিন দিনে ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছেন যথাক্রমে ৯১৫, ৮৩৬ ও ৭৫৭ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন যথাক্রমে ১০৫৪, ৯৩৯ ও ৯৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘ডেঙ্গু রোগ সম্পর্কে জনসচেতনতা আগের চেয়ে বহুলাংশে বেড়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্মিলিত প্রচেষ্টায় মশা নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টার কারণে ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। সার্বিকভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এসেছে।’
বৃষ্টি কমলে সেপ্টেম্বরের শুরুর দিকে ডেঙ্গু কমে আসবে, এমন প্রত্যাশা চিকিৎসকদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু পরীক্ষায় রোগীদের চাপ থাকলেও গত একমাসে এ হার কমে এসেছে। কমছে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার হারও। তবে ডেঙ্গু পরীক্ষার চাপ কমেনি এখনো। পরীক্ষায় জুলাইয়ে ২০ শতাংশ রোগীর ডেঙ্গু ধরা পড়লেও চলতি আগস্টে তা নেমে এসেছে ১২ শতাংশে। খবর সারাবাংলা, শীর্ষনিউজ, জাগো নিউজ, চ্যানেল আই অনলাইন, বিডিনিউজ২৪.কম, আমাদেরঅর্থনীতি.কম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + ten =

Back to top button