Lead Newsকরোনাভাইরাসবিচিত্র

দেশে প্রথম উপসর্গহীন করোনা রোগী শনাক্ত

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুরে এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি কিছুদিন আগে রাজধানী থেকে গ্রামে ফিরেন।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম বুধবার দুপুরে ওই নারী করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ওই নারী রাজধানীতে গৃহপরিচারিকার কাজ করতেন। তার কোনো উপসর্গ ছিল না।

২২ এপ্রিল নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়। সেখান থেকে নমুনা প্রতিবেদনে করোনা শনাক্ত হয়।

ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, দাগনভূঞার করোনা আক্রান্ত নারী রোগীকে ফেনী ট্রমা সেন্টারে আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে। জেলায় এ পর্যন্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + eleven =

Back to top button