Lead Newsজাতীয়শিল্প ও বাণিজ্য

দেশে হাজার কোটির ‘প্রফিট ক্লাবে’ ৯ ব্যাংক

পরিচালন মুনাফার ক্ষেত্রে এবার হাজার কোটি টাকার ক্লাবে যুক্ত হয়েছে দেশের ৯টি বেসরকারি ব্যাংক, যার শীর্ষে রয়েছে ইসলামি ব্যাংক। করোনা মহামারির মধ্যেও সদ্যবিদায়ী বছরে বড় ধরনের প্রবৃদ্ধি অর্জন করেছে অধিকাংশ বেসরকারি ব্যাংক, যার শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকগুলোর অনানুষ্ঠানিক তথ্যবিবরীতে এমন তথ্য মিলেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সালে শীর্ষে থাকা ইসলামী ব্যাংক মুনাফা করেছে ২ হাজার ৪৩০ কোটি টাকা। ১ হাজার ২২৮ কোটি টাকা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডাচ্‌–বাংলা ব্যাংক। তালিকায় তৃতীয় স্থানে থাকা পূবালী ব্যাংক মুনাফা করেছে ১ হাজার ১৪০ কোটি টাকা।

হাজার কোটি টাকা মুনাফার ক্লাবে নতুন করে যুক্ত হওয়া দি সিটি ব্যাংক ১ হাজার ১০১ কোটি টাকা, ইউসিবি ১ হাজার ১০০ কোটি টাকা, ইস্টার্ণ ব্যাংক ১ হাজার ৫০ কোটি টাকা, ট্রাস্ট ব্যাংক ১ হাজার ৫০ কোটি টাকা, ব্যাংক এশিয়া ১ হাজার ৩৮ কোটি টাকা ও সাউথইস্ট ব্যাংক ১ হাজার ১৬ কোটি টাকা মুনাফা করেছে।

এ ছাড়া পরিচালন মুনাফা করে প্রবৃদ্ধির শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক, ৭৭৫ কোটি টাকা। ব্যাংকটি শুধু দ্বিগুণই নয়, ১৪৪ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে মার্কেন্টাইল ব্যাংক ৭২২ কোটি টাকায় ৭৬ শতাংশ, তৃতীয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৬০১ কোটি টাকায় ৭১ শতাংশ, চতুর্থ ইউসিবি ৫৮ শতাংশ এবং পঞ্চম শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ৭১৭ কোটি টাকায় ৪৯ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে।

বেসরকারি ব্যাংকগুলো আমদানি বাণিজ্য, ঋণের সুদ, কমিশন, মাশুল আদায় ও শেয়ারবাজার থেকে ভালো আয় করেছে। এর ফলে অনেক ব্যাংকের পরিচালন মুনাফা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, তা করোনার আগে ২০১৯ সালকেও ছাড়িয়ে গেছে। তবে এটি কোনো ব্যাংকের চূড়ান্ত মুনাফা নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 16 =

Back to top button