Lead News

দেশের মাথাপিছু আয় বেড়ে এবার আড়াই হাজার ডলারের মাইলফলক ছাড়ালো

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে গেলো অর্থবছর (২০২০-২০২১) শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় দুই হাজার ৫৫৪ ডলারে দাঁড়িয়েছে।

টাকার অঙ্কে এই পরিমাণ দুই লাখ ২৯ হাজার ৮৬০ টাকা (৯০ টাকা ডলার ধরে)।
এর আগে ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল দুই হাজার ২২৭ ডলার। চলতি অর্থবছরের চার মাসের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার বা ২৯ হাজার ৪৩০ টাকা।

বিবিএসের তথ্য অনুযায়ী, নতুন ভিত্তি বছরের হিসাবে ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় দুই হাজার ২২৭ ডলার থেকে বেড়ে দুই হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে।

গত অক্টোবরে দেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার ১৩৮ ডলার। আর প্রতিবেশী দেশ ভারতের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার ১১৬ ডলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =

Back to top button