দেশের যে ১২ জেলা এখনো করোনাভাইরাসমুক্ত
দেশের ৬৪ জেলার মধ্যে ৫২টিতে রোববার পর্যন্ত করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। তার মানে ১২টি জেলা এখনো করোনাভাইরাস থেকে মুক্ত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) শেষ খবর পাওয়া পর্যন্ত (১৯ এপ্রিল) এ ১২ জেলায় করোনা সংক্রমণ হয়নি বলে জানিয়েছে।
বাসিন্দাদের করোনা শনাক্ত হয়নি এমন ১২টি জেলা হচ্ছে- খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, নওঁগা, নাটোর, ভোলা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, সিরাজগঞ্জ।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অংশ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ঢাকার ভিতরে আছে ৪৪ শতাংশ, নারায়ণগঞ্জে ৩১ শতাংশ, বাকি ২৫ শতাংশ দেশের বিভিন্ন জেলায়।
তিনি বলেন,২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে পুরুষ ৫ জন, নারী দু’জন। ঢাকার ভিতরে তিনজন, চারজন নারায়ণগঞ্জের।
এছাড়া নতুন ৩১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২ হাজার ৪৫৬ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি ভাইরাসটি। নতুন ৩১২ জন আক্রান্তের মধ্যে ৬৬ শতাংশ পুরুষ, নারী ৩৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের বয়স সম্পর্কিত তথ্য উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বয়স বিশ্লেষণের ক্ষেত্রে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২৩ দশমিক ৪ শতাংশ, ২১ থেকে ৩০ বয়সের মধ্যে ২২ দশমিক ৩ শতাংশ। বাকিরা অন্যান্য বয়সের মধ্যে রয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনকে আইসোলেশনে নেয়া হয়। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৬৩৯ জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ২৫ জন। এ পর্যন্ত মোট আইসোলেশন মুক্ত হয়েছেন ৫৩৭ জন।
হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে আরও তিন হাজার ৬৪১ জনকে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১৭৪ জনকে। সবমিলিয়ে তিন হাজার ৮১৫ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়। এই সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড় পান চার হাজার ২৬ জন।