বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিকাংশ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট স্থগিত করেছেন ক্রিকেটাররা।
ফলে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবারের মতো ধর্মঘট ঘোষণার মাধ্যমে গত কয়েকদিন ধরে দেশের ক্রিকেটে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তার অবসান হলো।
বুধবার রাতে বিসিবিতে ক্রিকেটারদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে বিসিবি প্রধান নাজমুল হাসান ও ক্রিকেটারদের পক্ষে সাকিব আল হাসান উভয়ই খেলায় ফেরার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
ধর্মঘট প্রত্যাহার হওয়ায় ভারত সফরের পূর্ব নির্ধারিত ক্যাম্পে শুক্রবার যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আর অন্যরা শনিবার থেকে জাতীয় লিগের তৃতীয় রাউন্ড দিয়ে খেলায় ফিরবেন। তবে লিগ পর্বের এ খেলাটি ধর্মঘটের কারণে দুদিন পিছিয়ে শুরু হচ্ছে।
এর আগে ক্রিকেটাররা শুরুতে যে ১১ দফা দাবি দিয়েছিল তার ৯টিই মেনে নেয়ার আশ্বাস দেয় বিসিবি। বাকি দুটি দাবির মধ্যে ক্রিকেটারদের সংগঠনের কোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগের সঙ্গে বিসিবির সম্পর্ক নেই বলে সেটি নিয়ে কথা বলেনি বোর্ড। আর দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার যে দাবি, তা কোনো ক্রিকেটারের প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।
এছাড়া বুধবার সন্ধ্যায় বোর্ডের রাজস্বের ভাগ ও নারী ক্রিকেটারদেরও সমান সুযোগ-সুবিধাসহ আরও দুটি দাবি অর্থাৎ মোট ১৩ দফা দাবি জানালেও নতুন এ দুই দাবির ব্যাপারে এদিন আলোচনা হয়নি। তবে এ ব্যাপারে বোর্ড পরে ক্রিকেটারদের সাথে আলোচনা করবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।