ধর্ম ও জীবন

ধর্ষণের বিরুদ্ধে সরব নাইজেরিয়ায় ইমামরা

নাইজেরিয়ার ইমামদের সংগঠন ‘দ্য লিগ অব ইমামস অ্যান্ড আলফাজ অব অগুন স্টেট’ ধর্ষণের বিরুদ্ধে সরব হয়েছে। দেশটিতে ধর্ষণ ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়ায় প্রতিবাদে নেমেছেন ইমামরা।

সংগঠনের সাধারণ সম্পাদক শায়খ তাজুদ্দিন আদিউনমি ধর্ষণকে মানবতাবিরোধী অপরাধ আখ্যা দিয়ে ধর্ষক ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রণয়নের দাবি জানিয়েছেন।

তিনি রাজ্যের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নবনিযুক্ত আলহাজ সেলিমট ওতুনের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই দাবি জানান।

শায়খ তাজুদ্দিন ওতুনকে দায়িত্ব পালনে ইসলাম নির্দেশিত আত্মোৎসর্গ, ন্যায়পরায়ণতা, সমতা ও সততার নীতি অনুসরণ করার পরামর্শ দেন।  সূত্র : নাইজেরিয়ান ট্রিবিউন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =

Back to top button