করোনাভাইরাসজাতীয়

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত গাজীপুরে

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে গাজীপুরে আক্রান্তের হার সবচেয়ে বেশি। নতুন যে ৪৯২ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন এদের মধ্যে ১৯ দশমিক ৫ শতাংশই গাজীপুরের, কিশোরগঞ্জের ১৩ দশমিক ৫ শতাংশ এবং নরসিংদীর ৬ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো যে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ৮ জন এবং মহিলা ২ জন। এদের মধ্যে ষাটোর্ধ্ব ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ১০ জন যারা মারা গিয়েছেন তাদের মধ্যে ঢাকায় ৫ জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ৪ জন এবং নরসিংদীতে এক জন মারা গেছেন।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, এ পর্যন্ত সারাদেশে মোট ২৯৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মোট ২৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন করনাভাইয়ারসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 3 =

Back to top button