নাইজেরিয়ায় নির্বাচনে অনিয়মের জেরে মার্কিন বিধিনিষেধ
হুমকি, শারীরিক নির্যাতন, নির্বাচনের পর ফল কারচুপির সঙ্গে জড়িত নাইজেরিয়ার সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভিসায় বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।
এ বছর নির্বাচনকালে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার জন্য নাইজেরিয়ার সুনির্দিষ্ট ওইসব ব্যক্তির বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দিয়েছেন।
ব্লিনকেন বলেন, নাইজেরিয়া এবং বিশ্বজুড়ে গণতন্ত্রকে সমর্থন এবং এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাইজেরিয়ার জনগণ বা পুরো সরকারের বিরুদ্ধে এই পদক্ষেপ নয়।
তিনি বলেন, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের বলে এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের আওতায় পড়বেন। যেসব ব্যক্তি গণতন্ত্রকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা ক্ষুণ্ন করার মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করেছেন বলে মনে করা হবে, কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।