করোনাভাইরাসদেশবাংলা

নারায়ণগঞ্জেও চালু হলো করোনা পরীক্ষার ল্যাব

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর অর্থায়নে পরীক্ষামূলকভাবে একটি করোনা পরীক্ষাগার চালু করা হয়েছে।

বুধবার বিকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেস্টওয়ে শহরের ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ ল্যাবের উদ্বোধন করেন।

স্বল্প সময়ের মধ্যে স্থাপন করা এ ল্যাব নারায়ণগঞ্জবাসীর অনেক উপকারে আসবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা আশা করি অন্য বেসরকারি শিল্প উদ্যোক্তারাও গাজী গ্রুপের মতো এগিয়ে আসবেন এবং নিজ নিজ এলাকায় বেসরকারি কোভিড-১৯ পরীক্ষার ল্যাব স্থাপন করবেন।’

তিনি আরও বলেন, নতুন ল্যাব স্থাপন করা হলে তা বিপুল পরিমাণে পরীক্ষা-নিরীক্ষা চালাতে এবং আক্রান্ত রোগী শনাক্ত করার ক্ষেত্রে সহায়ক হবে।

এ সময় গোলাম দস্তগীর গাজী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান, যা অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি ভালো রাখতে সাহায্য করেছে।

এদিকে, সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে যে মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জে এক স্বাস্থ্যকর্মীর পরিবারের ১৮ সদস্যসহ নতুন আরও ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বুধবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৩ জন।

বুধবার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৩ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =

Back to top button