নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণঃ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
তদন্ত শেষে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় মসজিদ কমিটির সভাপতিসহ ২৯ জনের বিরুদ্ধে সেখানকার একটি আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আদালতে এই চার্জশিট দাখিল করা হয়।
সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিসানুল হক গণমাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, মামলায় আরও আটজনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করার প্রস্তুতি চলছে।ওই আটজন সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে চার্জশিট দাখিল করা হবে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।