ক্রিকেটখেলাধুলা

নিউজিল্যান্ডে হতে পারে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ!

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা? তাহলে বিশ্বকাপটি নিয়ে যাও তাসমান প্রতিবেশী নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোনস মনে করছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটি হতে পারে কিউই ভূমিতে।

জোনসের এমন প্রস্তাবের পেছনে যুক্তিও আছে। নিউজিল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে চলে এসেছে। গত ১২ দিনে নতুন কোনো রোগী পাওয়া যায়নি। একজন মাত্র আক্রান্ত আছেন, যার চিকিৎসা চলছে সব সতর্কতা মেনে। ফলে এই রোগী সেরে উঠলেই করোনামুক্ত হয়ে যাবে দেশটি।

এমতাবস্থায় সোমবার নিউজিল্যান্ডের মন্ত্রীসভা অ্যালার্ট সিস্টেম লেভেল ওয়ানে নামিয়ে আনার প্রস্তাব করেছে। অর্থাৎ জনসমাগমের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, সেটা তুলে নেয়া হচ্ছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে বলেছেন, ‘যদি, কেবল যদি, সামনের দিনগুলোতে আর কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে।’

তার কথার সূত্র ধরে জোনস টুইট করেছেন, ‘জেসিন্ডা আরডেন বলেছে, আগামী সপ্তাহেই নিউজিল্যান্ড লেভেল ওয়ানে ফিরে যাবে। যার অর্থ সামাজিক দূরত্ব এবং জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ তবে সেখানেই হতে পারে?’

আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ার কথা বিশ্বকাপের এই আসরটি। তবে সেখানে এখনও ভ্রমণ নিষেধাজ্ঞা বলবত আছে। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসেনি। এক ইউটিউব পেজে জোনস বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর অস্ট্রেলিয়ায় হবে না, সেটা অনেকগুলো কারণেই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + nineteen =

Back to top button