নিজেকে বিজয়ী ঘোষণা করার দাবীতে আওয়ামী লীগ প্রার্থীর অনশন
বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমানসংখ্যক ভোট পাওয়া দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজেকে বিজয়ী ঘোষণার দাবিতে অনশন করেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গণে এ অনশন শুরু করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির।
অনশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসিরের সঙ্গে তার প্রায় হাজারখানেক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে বরগুনা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনুরোধে দুই ঘণ্টা পর অনশন ভঙ্গ করেন নাসির।
এ সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির অভিযোগ করেন, ডিএন কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকা প্রতীকে ৬০৮ ভোট পাওয়ার কথা জানানো হয়। পরবর্তীতে সদর উপজেলা পরিষদে ফলাফল ঘোষণার সময় ওই কেন্দ্রে ৬০৬ ভোট দেখানো হয়েছে। খোঁজ না পাওয়া এই দুইটি ভোটের মধ্যে একটি ভোটের ব্যালট আমি উদ্ধার করে রিটার্নিং অফিসারকে দিয়েছি। কিন্তু সেটি গণনায় অন্তর্ভুক্ত করেনি। নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রশাসনের লোকজনই এ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।
উল্লেখ্য, বৃহস্পতিবার বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির ও স্বতন্ত্র প্রার্থী এমএ বারী বাদল সমানসংখ্যক ভোট পেয়েছেন। চেয়ারম্যান প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম ৫৭০০ ভোট, এমএ বারী বাদল ৫৭০০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম সরোয়ার শাহীন ৫১০০ ভোট।